(00 Reviews)
৳3,900.00 ৳2,600.00 (34% ছাড়ে)
সহীহ বুখারীর পর বিশুদ্ধতার মানদণ্ডে ২য় অবস্থানে রয়েছে সহীহ মুসলিম। ইমাম মুসলিম (রহ.)-এর লেখা এই গ্রন্থের হাদীসগুলোর মান এতটাই বিশুদ্ধ যে, আলিমগণ সহীহ বুখারী ও মুসলিমকে উল্লেখ করলে এক সঙ্গে উল্লেখ করেন। বলেন, ‘সহীহাইন’। অর্থাৎ দুই বিশুদ্ধ গ্রন্থ। কোনো কোনো আলিমের মতে সহীহ মুসলিম সাজানো এবং পুনরাবৃত্তির বিবেচনায় সহীহ বুখারীর চাইতে ভালো।সহীহ মুসলিমে হাদীস রয়েছে প্রায় ৭৫০০ টি। প্রায় অধিকাংশ হাদীসের বর্ণনাকারী ক্রমান্বয়ে ৪ থেকে ৫ জন। কিছু আছে ৩ জন। অর্থাৎ ১ম জন নবীজি (সা.)-এর কাছ থেকে সরাসরি শুনেছেন, ২য় জন ১ম জনের কাছ থেকে শুনেছেন, ৩য় জন ২য় জনের কাছ থেকে, আর ইমাম মুসলিম শুনেছেন ৩য় জনের কাছ থেকে।ইমাম মুসলিম ছিলেন ইমাম বুখারীর প্রিয় ছাত্রদের একজন। কিন্তু তিনি তার সহীহ মুসলিমে উস্তাদের থেকে কিছু উল্লেখ করেন নি। এ ক্ষেত্রে তিনি স্বতন্ত্রতা বজায় রেখেছেন এবং উস্তাদের প্রতি সম্মান রেখেই নিজেই বেরিয়ে পড়েছিলেন হাদীস সংগ্রহের জন্য। হাদীসের বড় বড় শায়খদের পাশাপাশি যাদের কাছ থেকে ইমাম বুখারী হাদীস নিয়েছেন, ইমাম মুসলিম তাদের দ্বারে দ্বারে গিয়েও হাদীস সংগ্রহ করেছেন। এভাবেই তিনি লিখে ফেলেন ইতিহাসের দ্বিতীয় বিশুদ্ধতম গ্রন্থ সহীহ মুসলিম।