Logo

ইহ্ইয়া-উস্ সুন্নাহ ফাউন্ডেশন

مؤسسة إحياء السنة

ইহ্ইয়া-উস্ সুন্নাহ ফাউন্ডেশন

সমাজ সংস্কার, পরিচর্যা,ঐক্য,গবেষণা, দ্বীন ও দা'ওয়াতী গ্রন্থাদি সংকলন, মুদ্রণ ও বিতরণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

islamic quote
পরিচিতি

ইহ্ইয়া-উস্ সুন্নাহ ফাউন্ডেশন

আল্লাহ্ মা'বূদ এক কিন্তু তাঁর ইবাদতকারীরা এক নয়। নবী এক কিন্তু তাঁর অনুসারীরা এক নয়। ক্বুরআন এক কিন্তু তাকে মুহব্বতকারী ও অনুসরনকারীরা এক নয়। প্রায় সমস্ত মুসলিমের অভীষ্ট লক্ষ্য এক-জান্নাত,কিন্তু তাদের গতিপ্রকৃতি এক নয়। এমন অসঙ্গতিপূর্ণ অবস্থায় বিভক্তি, দলাদলি, হানাহানি একজন আরেকজনকে গোমরাহ ও জাহান্নামী আখ্যা দেয়ার মারাত্মক প্রবণতা দেখা যায়। এমন সমস্যার সমাধান কল্পে এবং ঐক্য ও সম্প্রীতির সমাজ গঠনের লক্ষ্যে এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করা হয়েছে।

নামাজের সময়সূচী

Thursday, 12th December, 2024
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা

আমাদের কার্যক্রম

শিক্ষামূলক

সহীহ আক্বীদার ভাই বোনদের জন্য ইলমী ও দা'ওয়াতী রসদ সহজলভ্য করে দেয়া এবং উক্ত বিষয়ে তাদেরকে সঠিক ও সুচিন্তিত পরামর্শের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষঠান হচ্ছে এই ফাউন্ডেশন।

সামাজিক কার্যক্রম

বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ভাবে অনেকেই সহীহ আকীদাহ গ্রহণ করার পর জিজ্ঞাসা করেন কিভাবে নিজেদের এলাকায় দাওয়াতি কাজ করা যায় ও বিভিন্ন প্রতিকূলতার মোকাবেলা করা যায় এবং আমাদের থেকে এ ব্যাপারে কি ধরনের সহযোগিতা পাওয়া যাবে? তাদের সেবা ও সহযোগিতার উদ্দেশ্যে এই ফাউন্ডেশন।

দাওয়ামূলক

বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ভাবে অনেকেই সহীহ আকীদাহ গ্রহণ করার পর জিজ্ঞাসা করেন কিভাবে নিজেদের এলাকায় দাওয়াতি কাজ করা যায় ও বিভিন্ন প্রতিকূলতার মোকাবেলা করা যায় এবং আমাদের থেকে এ ব্যাপারে কি ধরনের সহযোগিতা পাওয়া যাবে? তাদের সেবা ও সহযোগিতার উদ্দেশ্যে এই ফাউন্ডেশন।

ইসলাম প্রচার

অনেকেই সহীহ ইসলামী দাওয়াহ-প্রচার কাজে কিভাবে শরিক ও সম্পৃক্ত হবেন বা থাকবেন এবং এই বিষয়ে অর্থ-সম্পদ খরচ করবেন এরূপ পরামর্শ চাই, এমন সব ভাই-বোনদের দাওয়াতি কাজের উত্তম ও নিরপেক্ষ প্লাটফর্ম হল এই ফাউন্ডেশন।

ধর্মীয় গ্রন্থ বিতরণ

অনেক সহীহ আক্বীদার ভাই-বোনেরা জিজ্ঞাসা করেন কি কি ধর্মীয় গ্রন্থ নিজের জন্য এবং প্রচার ও বিতরণের জন্য ক্রয় ও সংগ্রহ করতে পারি তাদেরকে সুপরামর্শদেয়ার পাশাপাশি তাদের চাহিদা মোতাবেক স্বল্পমূল্যে ও বিনামূল্যে প্রয়োজনীয় বই-পুস্তক নির্বাচন ও সরবরাহ করা।

সঠিক দিক নির্দেশনা

অনেকেই ধর্মের নামে ও দ্বীন কায়েমের অংশ হিসেবে এবং জিহাদের ফজিলত লাভের উদ্দেশ্যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে থাকেন তাদেরকে ইসলামের সঠিক দিক নির্দেশনা প্রদান। এবং জিহাদ ও সন্ত্রাসের মাঝে পার্থক্য নিরূপণ কারী নির্ভরযোগ্য ছহীহ দলীল সমৃদ্ধ বই-পুস্তক প্রকাশ ও সরবরাহ করা।

مؤسسة إحياء السنة

ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ

Shaikh Akramuzzaman Bin Abdussalam

Founder

Image Gallery

কিছু বিশেষ মুহুর্ত

We Need Your Help

আপনিও আমাদের সহযোগী ও সঙ্গী হতে পারেন।

ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বিপুল পরিমাণ অর্থ-সম্পদ প্রয়োজন। তাই এই মহৎ কাজ ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আল্লাহ্ প্রদত্ত ধন সম্পদের কিছু অংশ এই ফাউন্ডেশনে (উল্লেখিত নির্ধারিত যে কোন খাতে) দান করে আপনিও আমাদের সঙ্গী হয়ে যেতে পারেন। আল্লাহ্ আপনাদের যাবতীয় দান ও সৎ আমল কবুল করুন এবং যাবতীয় গুনা-খাতা মাফ করুন। এই ফাউন্ডেশনে কার্যক্রম সফল করার মাধ্যমে সিরাতে মুস্তাকিম ও জান্নাতের পথে অবিচলিত রাখুন "আল্লাহুম্মা আমীন"।

সাহায্য-সহযোগিতাসহ তাওফীকের জন্য দু'আ কামনান্তে-
"আকরামুজ্জামান বিন আব্দুস সালাম"