আল্লাহ্ মা'বূদ এক কিন্তু তাঁর ইবাদতকারীরা এক নয়। নবী এক কিন্তু তাঁর অনুসারীরা এক নয়। ক্বুরআন এক কিন্তু তাকে মুহব্বতকারী ও অনুসরনকারীরা এক নয়। প্রায় সমস্ত মুসলিমের অভীষ্ট লক্ষ্য এক-জান্নাত,কিন্তু তাদের গতিপ্রকৃতি এক নয়। এমন অসঙ্গতিপূর্ণ অবস্থায় বিভক্তি, দলাদলি, হানাহানি একজন আরেকজনকে গোমরাহ ও জাহান্নামী আখ্যা দেয়ার মারাত্মক প্রবণতা দেখা যায়।
এমন সমস্যার সমাধান কল্পে এবং ঐক্য ও সম্প্রীতির সমাজ গঠনের লক্ষ্যে এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করা হয়েছে।
শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম
আল-মাদানী দ্বীনের জনৈক একনিষ্ঠ আনছারীদের(নাম প্রকাশে অনিচ্ছুক)আর্থিক সহযোগিতায় বহুদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন স্বরূপ প্রতিষ্ঠা করেছেন।
আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ ধার্য করা হয়েছে ১৬ই জুমাদাল ঊলা, ১৪৪২-হিজরী। ৩০ জানুয়ারী, ২০২১ইং। রোজ শনিবার।
বাংলাদেশের বিভিন্ন শ্রেণী-পেশা এবং দল-সংগঠন ও দৃষ্টিভঙ্গির মুসলিমদেরকে ক্বুরআন ও সহীহ সুন্নাহর সালাফে সালেহীনের বুঝ-ব্যাখ্যা অনুযায়ী সহীহ আক্বীদাহ ও মানহাজের ভিত্তিতে পূর্ণাঙ্গ ইসলামের যথাযথ উপস্থাপন ও অনুশীলনে উদ্বুদ্ধ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার দিক নির্দেশনা প্রদান।
Founder
আল্লাহ্ ও তদীয় নবী (সা:) বলেছেন, দ্বীনদার ও ঈমানদার ব্যক্তিরাই দুনিয়া ও আখেরাতে সফল ও বিজয়ী।- সূরাহ আ-লে ইমরান/১৩৯, আত-তাওবাহ/৮৮) তাই যথা সাধ্য দ্বীনদার ও ঈমানদার সুনাগরিক গঠন করাই হলো ফাউন্ডেশনের মূল লক্ষ্য।
সহীহ আক্বীদার ভাই বোনদের জন্য ইলমী ও দা'ওয়াতী রসদ সহজলভ্য করে দেয়া এবং উক্ত বিষয়ে তাদেরকে সঠিক ও সুচিন্তিত পরামর্শের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষঠান হচ্ছে এই ফাউন্ডেশন।
অনেকে জানতে চায় বাংলাদেশেতো বহু ইসলামী ও আহলে হাদীস দল ও সংগঠন রয়েছে এগুলোর মধ্যে কোনটি অধিক সঠিক বা কোনটিতে যোগ দিতে পারি? এরূপ বিভ্রান্ত ও দিশাহারা লোকদেরকে সঠিক পরামর্শ ও দিকনির্দেশনা দেয়া।
বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ভাবে অনেকেই সহীহ আকীদাহ গ্রহণ করার পর জিজ্ঞাসা করেন কিভাবে নিজেদের এলাকায় দাওয়াতি কাজ করা যায় ও বিভিন্ন প্রতিকূলতার মোকাবেলা করা যায় এবং আমাদের থেকে এ ব্যাপারে কি ধরনের সহযোগিতা পাওয়া যাবে? তাদের সেবা ও সহযোগিতার উদ্দেশ্যে এই ফাউন্ডেশন।
অনেক সহীহ আক্বীদার ভাই-বোনেরা জিজ্ঞাসা করেন কি কি ধর্মীয় গ্রন্থ নিজের জন্য এবং প্রচার ও বিতরণের জন্য ক্রয় ও সংগ্রহ করতে পারি তাদেরকে সুপরামর্শদেয়ার পাশাপাশি তাদের চাহিদা মোতাবেক স্বল্পমূল্যে ও বিনামূল্যে প্রয়োজনীয় বই-পুস্তক নির্বাচন ও সরবরাহ করা।
অনেকেই সহীহ ইসলামী দাওয়াহ-প্রচার কাজে কিভাবে শরিক ও সম্পৃক্ত হবেন বা থাকবেন এবং এই বিষয়ে অর্থ-সম্পদ খরচ করবেন এরূপ পরামর্শ চাই, এমন সব ভাই-বোনদের দাওয়াতি কাজের উত্তম ও নিরপেক্ষ প্লাটফর্ম হল এই ফাউন্ডেশন।
অনেকেই ধর্মের নামে ও দ্বীন কায়েমের অংশ হিসেবে এবং জিহাদের ফজিলত লাভের উদ্দেশ্যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে থাকেন তাদেরকে ইসলামের সঠিক দিক নির্দেশনা প্রদান। এবং জিহাদ ও সন্ত্রাসের মাঝে পার্থক্য নিরূপণ কারী নির্ভরযোগ্য ছহীহ দলীল সমৃদ্ধ বই-পুস্তক প্রকাশ ও সরবরাহ করা।
উগ্রপন্থা ও সন্ত্রাস নয়, দ্বীন কায়েমের সঠিক ও শান্তিপূর্ণ নববী পদ্ধতি মুসলিমদের উদ্দেশ্যে তুলে ধরা।
ইসলামী সমাজ গঠন ও পরিচালনার জন্য পূর্ণাঙ্গ ইসলামী (সংবিধান আকারে) গ্রন্থ সংকলন, মুদ্রণ ও বিতরণ।
ছহীহ আক্বীদাহ ও সঠিক দ্বীনের পরিপন্থী বিষয়াদি চিহ্নিত করে তা থেকে দেশের মুসলিম জনসাধারণকে সতর্কত ও সাবধান করে বিরত রাখার চেষ্টা করা।
দুনিয়ায় উপার্জিত বিপুল ধন-সম্পদ পরকালে নিজের উপকারের জন্য আখেরাতে ট্রান্সফারের ব্যবস্থাপত্র দেয়া। অর্থাৎ মৃত্যুর পরও আমল ও ছাওয়াবের ধারা চলমান রাখার বিভিন্ন খাত নির্ধারণ করে সেসব খাতে ব্যয়ের দিকনির্দেশনা দেয়া।