আল্লাহ্ মা'বূদ এক কিন্তু তাঁর ইবাদতকারীরা এক নয়। নবী এক কিন্তু তাঁর অনুসারীরা এক নয়। ক্বুরআন এক কিন্তু তাকে মুহব্বতকারী ও অনুসরনকারীরা এক নয়। প্রায় সমস্ত মুসলিমের অভীষ্ট লক্ষ্য এক-জান্নাত,কিন্তু তাদের গতিপ্রকৃতি এক নয়। এমন অসঙ্গতিপূর্ণ অবস্থায় বিভক্তি, দলাদলি, হানাহানি একজন আরেকজনকে গোমরাহ ও জাহান্নামী আখ্যা দেয়ার মারাত্মক প্রবণতা দেখা যায়। এমন সমস্যার সমাধান কল্পে এবং ঐক্য ও সম্প্রীতির সমাজ গঠনের লক্ষ্যে এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করা হয়েছে।
সহীহ আক্বীদার ভাই বোনদের জন্য ইলমী ও দা'ওয়াতী রসদ সহজলভ্য করে দেয়া এবং উক্ত বিষয়ে তাদেরকে সঠিক ও সুচিন্তিত পরামর্শের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষঠান হচ্ছে এই ফাউন্ডেশন।
বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ভাবে অনেকেই সহীহ আকীদাহ গ্রহণ করার পর জিজ্ঞাসা করেন কিভাবে নিজেদের এলাকায় দাওয়াতি কাজ করা যায় ও বিভিন্ন প্রতিকূলতার মোকাবেলা করা যায় এবং আমাদের থেকে এ ব্যাপারে কি ধরনের সহযোগিতা পাওয়া যাবে? তাদের সেবা ও সহযোগিতার উদ্দেশ্যে এই ফাউন্ডেশন।
বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ভাবে অনেকেই সহীহ আকীদাহ গ্রহণ করার পর জিজ্ঞাসা করেন কিভাবে নিজেদের এলাকায় দাওয়াতি কাজ করা যায় ও বিভিন্ন প্রতিকূলতার মোকাবেলা করা যায় এবং আমাদের থেকে এ ব্যাপারে কি ধরনের সহযোগিতা পাওয়া যাবে? তাদের সেবা ও সহযোগিতার উদ্দেশ্যে এই ফাউন্ডেশন।
অনেকেই সহীহ ইসলামী দাওয়াহ-প্রচার কাজে কিভাবে শরিক ও সম্পৃক্ত হবেন বা থাকবেন এবং এই বিষয়ে অর্থ-সম্পদ খরচ করবেন এরূপ পরামর্শ চাই, এমন সব ভাই-বোনদের দাওয়াতি কাজের উত্তম ও নিরপেক্ষ প্লাটফর্ম হল এই ফাউন্ডেশন।
অনেক সহীহ আক্বীদার ভাই-বোনেরা জিজ্ঞাসা করেন কি কি ধর্মীয় গ্রন্থ নিজের জন্য এবং প্রচার ও বিতরণের জন্য ক্রয় ও সংগ্রহ করতে পারি তাদেরকে সুপরামর্শদেয়ার পাশাপাশি তাদের চাহিদা মোতাবেক স্বল্পমূল্যে ও বিনামূল্যে প্রয়োজনীয় বই-পুস্তক নির্বাচন ও সরবরাহ করা।
অনেকেই ধর্মের নামে ও দ্বীন কায়েমের অংশ হিসেবে এবং জিহাদের ফজিলত লাভের উদ্দেশ্যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে থাকেন তাদেরকে ইসলামের সঠিক দিক নির্দেশনা প্রদান। এবং জিহাদ ও সন্ত্রাসের মাঝে পার্থক্য নিরূপণ কারী নির্ভরযোগ্য ছহীহ দলীল সমৃদ্ধ বই-পুস্তক প্রকাশ ও সরবরাহ করা।
Founder
ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বিপুল পরিমাণ অর্থ-সম্পদ প্রয়োজন। তাই এই মহৎ কাজ ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আল্লাহ্ প্রদত্ত ধন সম্পদের কিছু অংশ এই ফাউন্ডেশনে (উল্লেখিত নির্ধারিত যে কোন খাতে) দান করে আপনিও আমাদের সঙ্গী হয়ে যেতে পারেন। আল্লাহ্ আপনাদের যাবতীয় দান ও সৎ আমল কবুল করুন এবং যাবতীয় গুনা-খাতা মাফ করুন। এই ফাউন্ডেশনে কার্যক্রম সফল করার মাধ্যমে সিরাতে মুস্তাকিম ও জান্নাতের পথে অবিচলিত রাখুন "আল্লাহুম্মা আমীন"।
সাহায্য-সহযোগিতাসহ তাওফীকের জন্য দু'আ কামনান্তে-
"আকরামুজ্জামান বিন আব্দুস সালাম"